উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৪:১৩ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের ধরতে যৌথ চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়-র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। এ সময় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইব্রাহিম, আব্দুল আমিন, হোসেন আহমেদ, নুর হুদা, মোহাম্মদ সলিম, হামিদ উল্লাহ, মোহাম্মদ সালেহ ও ফায়েজুল আমিন। তারা উখিয়ার ১৯, ১৩ ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম জানান, ক্যাম্পের অপরাধীদের ধরতে সোমবার সন্ধ্যায় অভিযানে যায় র‍্যাব-১৫, ৮ ও ১৬-এপিবিএন। অভিযান চালানো হয় উখিয়ার ৪, ১৪ ও ১৯ নম্বর ক্যাম্পে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার এবং উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...