প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ১০:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ এএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। প্রতিদিন গড়ছে হত্যা, ধর্ষন, অপহরণসহ অনেক অনৈতিক কর্মকান্ড। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়ে হিংশ্র হয়ে উঠেছে।

শনিবার গভীর রাতে উখিয়ার মধুর ছড়া ক্যাম্পে নুরুল আলমের ছেলে মোঃ আলম প্রকাশ পেঠানকে গলা টিপে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। উখিয়া থানা পুলিশের ওসি মোঃ আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মধুরছড়া ক্যাম্পে থেকে দুই জনকে আটক করেছে। আটককৃত হচ্ছে আহসান শরিফের ছেলে এনামুল হক (২০) ও আব্দুর রহমানের ছেলে মোঃ ইদ্রিস (১৮)।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, পূর্বশক্রতার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা মোঃ আলমকে বাড়ীতে ডুকে গলা টিপে হত্যা করেছে। ওই রোহিঙ্গারা আরো জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়ার ২০টি ক্যাম্পে চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। এ পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা আরিফুল্লাহসহ প্রায় ১০ জন খুন হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ, হত্যা লেগেই রয়েছে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, উগ্রপহ্নি রোহিঙ্গাদের অনৈতিক কর্মকান্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর হস্তে দমন করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...