উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০১/২০২৪ ৪:১৯ পিএম

উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণার পর ঈদের পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

আনিছুর বলেন, উপজেলা নির্বাচন তফসিল রোজার মধ্যে দেয়া হবে। ঈদের পর নির্বাচনের পরিকল্পনা আছে কমিশনের।

আর উপজেলা কত ধাপে হবে, তা তালিকা হাতে পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান এই কমিশনার।

তিনি জানান, সংসদে সংরক্ষিত মহিলা আসনের তফসিল খুব তাড়াতাড়ি দেয়া হবে।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চ
এদিকে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ৯ মার্চ ভোট হবে বলে জানিয়েছেন আনিছুর রহমান।

তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...