আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...
বাংলাদেশ সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা জানিয়েছেন, দেশে ফিরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে। ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকে একথা জানিয়েছেন তারা।
বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নিউইয়র্ক স্টেট সিনেটররা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সিনেটর লুইস সেপালভেদা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে, বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাবো।
নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে ২০ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন পাঁচ সিনেটর। এসময় তারা সিলেট ও কক্সবাজার সফরে যান।
পাঠকের মতামত