প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৭:৩৯ পিএম

এম,এস রানা::
উখিয়া টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা, উন্নয়নের রুপকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এবার রিক্সায় ছড়ে এলাকার গন মানুষের প্রিয় নেতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি এবার রিক্সা নিয়ে ঘুরে বেড়ালেন হাজার হাজার খেটে খাওয়া গন মানুষের মাঝে নিজেকে উজাড় করে দিয়ে।
জালিয়াপালং ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের বার্ষিক বনভোজন ও আলোচনা সভায় যোগ দিতে এসে তিনি সিএনজি,টমটম,রিক্সা ও মোটর সাইকেল দুই শতাধিক মোটর যানের বিশাল বহর নিয়ে মোটেল সী-পার্ল হতে নিদানিয়া সাইক্লেন সেন্টার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক পথ দিয়ে রিক্সায় চড়ে ঘুরে বেড়ান এসময় পথে পথে রিক্সা থেকে নেমে তিনি সাধারন এলাকাবাসীর সুখ দুঃখের খোঁজ খবর নেন। এদিকে উপকূলীয়বাসী তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্রোত হয়ে তাকে ফুলের মালা পরিয়ে বরন করে নেয়র।সংসদ বদি স্হানীয় গরিব অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা ধয্য সহকারে শুনেন এবং আর্থিক সহযোগিতা করেন।
এর পরে বনভোজনুত্তর আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য কালে তিনি বলেন, দেশের যুব সমাজ ধ্বংসের মরনাস্ত্র ইয়াবার বিরোদ্বে গন সচেতনা গড়ে তুলতে হবে। ইয়াবা সবছেয়ে বেশি পাচার হয় মেরিন ড্রাইভ রোড় দিয়ে, তিনি বিভিন্ন গাড়ির চালকদের উদ্দোশ্য করে বলেন কোন চালক ইয়াবা বহন করবেন না যদি ইয়াবা পাচারকারী পান তাহলে ধরে পুলিশে সোপর্দ করবেন।
গত ৩ মার্চ শুক্রবার ইনানী রেষ্ট হাউস প্রাঙ্গনে অনুষ্টিত বনভোজনেরর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাদেক হোসেন খোকা, এতে বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুজন, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস,এম ছৈয়দ আলম, সাধারন সম্পাদক এডঃ রুহুল আমিন রাসেল, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাবুল, অধ্যক্ষ আদনান চৌধুরী, এছাড়াও স্হানীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের বিপুল নেতা কর্মি উপস্হিত ছিলেন।

পাঠকের মতামত

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...