প্রকাশিত: ২১/০৯/২০২০ ৯:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণে তাদের সাথে বিদায়ী চা চক্রে মিলিত হয়েছেন। কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে রোববার ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চা চক্রে বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বক্তব্য রাখেন। বিদায়ী চা চক্রে এসপি এবিএম মাসুদ হোসেনকে আপ্যায়ন করা হয় এবং জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে উপহার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে নরসিংদীর সম্মুখ যুদ্ধের মুক্তিযোদ্ধা মাস্টার শওকত আলী’র গর্বিত সন্তান ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, কক্সবাজারে মুক্তিযুদ্ধকালীন জয়বাংলা বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সহ জেলার সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-কে রাজশাহী জেলার পুলিশ হিসাবে বদলী করা হয়েছে। অপরদিকে, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান’কে কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-এর কক্সবাজার কর্মস্থলে ২ বছর পূর্ণ হয়েছে

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...