
উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের ৪৯ ইয়াবা কারখানা বন্ধের আশ্বাস দিয়েছে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করে বলেন,বাংলাদেশের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে মিয়ানমার প্রতিনিধিরা তাদের সীমান্তে থাকা ইয়াবার ৪৯টি কারখানা বন্ধ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ১৮ জন ও মিয়ানমারের ১৫ জন সদস্য অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর মিয়ানমার প্রতিনিধি দলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াও সোয়ের নেতৃত্বে ছিলেন দেশটির উচ্চপর্যায়ের ১২ জন কর্মকর্তা।
পাঠকের মতামত