উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৯:১৯ এএম
ফাইল ছবি

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে নাফ নদের জলসীমানার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তের তোতার দ্বীপ সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক বলেন, ‘সকালে সীমান্তের লালচর জঙ্গলে ঘর ছাউনির জন্য গোলপাতা আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‘চৌকিদারের কাছ থেকে ঘটনাটি শুনেছি। মাইন বিস্ফোরণে গুরুতর আহত তরুণ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনেছি। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি আছে।

পাঠকের মতামত

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারছয় মাসে দুই শতাধিক অভিযান রোহিঙ্গা ক্যাম্পে, গ্রেপ্তার ১০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ ...

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...