মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ২:৩৭ পিএম

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ দায়িত্ব নিয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) অপরাহ্নে কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ আইন ও বিচার বিভাগের স্বাভাবিক নির্দেশনা অনুযায়ী তাঁর কাছে দায়িত্ব অর্পন করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নেওয়া বিচারক মামুনুর রশিদ বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের একজন মেধাবী সদস্য। মামুনুর রশিদ ২০০৮ সালের ২২ মে মাসে একজন নবীন বিচারক হিসাবে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকুরীতে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। পরে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম), মাদারীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম), সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজার বিচার বিভাগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দিয়ে এখনো দায়িত্ব পালন করেছেন তিনি। বিচারক মামুনুর রশিদ সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নগর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের জন্ম ১৯৮২ সালের ২ নভেম্বর। পিতা আবদুস সামাদ, মাতা-নুর জাহান বেগম। ৩ ভাই এক বোনের মধ্যে সবার কনিষ্ঠ তিনি। বিচারক মামুনুর রশিদের ডাক নাম নিরব। বিয়ে করেছেন শাহনাজ পারভীনকে। মামুনুর রশিদ ও শাহনাজ পারভীন দম্পতি ২ কন্যা ও এক পুত্র সন্তানের জনক ও জননী।
মামুনুর রশিদ কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিকলী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইসএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স সহ এমএলএম সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। শিক্ষা জীবনের পর পর মামুনুর রশিদ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (সাবেক শিল্প ব্যাংক) এর সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের সবখানেই কর্মপাগল মামুনুর রশিদ তাঁর সফলতার স্বাক্ষর রেখেছেন। সপ্তম শ্রেণিতে থাকতেই মামুনুর রশিদের কবিতা, গল্প, নাটক জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, ম্যাগাজিন, বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হতে থাকে। মামুনুর রশিদের লেখা গল্পের বই “নীলজল দিগন্ত” চলতি বছর একুশের বই মেলায় প্রকাশিত হয়। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিচারক মামুনুর রশিদ একজন জাতীয় পর্যায়ের দাবাড়ু।

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকের পাশাপাশি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জেলা নাজির বেদারুল আলম জানিয়েছেন। এছাড়াও আরো একাধিকবার তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখার এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়

পাঠকের মতামত

আসিয়ান পার্লামেন্টারিয়ান দলের বৈঠক ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান ...

টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়ায় প্রথম গভীর নলকূপে পানি, স্বস্তি স্থানীয়দের

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফের দুর্গম পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া গ্রামে ১ম বারের মত গভীর নলকুপে ...

রেলপুলিশ নেই, চকরিয়ার ৩ রেল স্টেশনে নিরাপত্তাহীন যাত্রীরা

চট্টগ্রামের দোহাজারী থেকে ১০০ কিলোমিটার রেল সড়ক স্থাপনের মাধ্যমে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। গুরুত্ব ...