ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১০:৫০ এএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের মেয়ে আলবীরা। বর্তমানে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

আলবীরা কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা এবং কক্সবাজার টাইলস দোকান মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনের কন্যা। মেয়ের বর্তমান অবস্থা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় জসিম উদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন।

তিনি লেখেন, মাইলস্টোন ট্রাজেডি, আমার মেয়ের আজকের অবস্থা, আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তবে, আলবীরা মাইলস্টোন কলেজের কোন শ্রেণিতে পড়তেন এবং তার পুরো নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে আলবীরাও গুরুতর আহত হন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন কক্সবাজারসহ সারাদেশের মানুষ।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...