প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০১ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার জায়েদ আলী মার্কেটের সামনে পরিবার নিয়ে থাকেন মধু বিক্রেতা মৃত মালু মিয়ার ছেলে লালু মিয়া। প্রতিদিন মধু বিক্রি করতে ছুটে চলেন উপজেলার বিভিন্ন গ্রামে। এমনিভাবে মধু বিক্রি করতে এসে আটক হন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ক্রেতাদের হাতে।

এসময় ক্রেতারা অভিযোগ করেন, এই ব্যক্তি মধু বলে আমাদেরকে এতো দিন বিষ খাইয়েছে।

কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, লালু মিয়া ডেকে ডেকে মধু বিক্রি করেন, এক নম্বর খাঁটি মধু। এই মাত্র মৌচাক থেকে নামিয়ে আনছি মধু। হাতে বালতি সাথে মধু ভরা বোতল, বালতির এক পাশে আগুনে পোড়ানো খড়ের বেনা ও বড় কাঁচি নিয়ে ঘুরে বেড়ান, দেখলে মনে হয় এই বুঝি মৌচাক ভেঙ্গে মধু নিয়ে এসেছেন। গত শনিবার বিকেলে লালু মিয়া মধু বিক্রি করতে এসে কোম্পানীগঞ্জ বাজারের ব্যাবসায়ী মামুন মোল্লার হাতে প্রথমে আটক হন। তাকে আটক করার পর মধু কিনে প্রতারিত অন্যান্য ব্যবসায়ীরাও ছুটে আসেন। তারা সকলে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

মামুন মোল্লা বলেন, তিনি দুই মাস পূর্বে তার কাছ থেকে ১৬শ’ টাকার মধু ক্রয় করেন। ঐ মধু তার শিশুদের খাওয়ানোর পর তারা অসুস্থ হয়ে পড়ে। নকল মধু বিক্রির দায়ে আইনের হাতে তুলে দিব বলে ধমকি দিলে সে তার অপরাধের কথা স্বীকার করে।
লালু মিয়া বলেন, এই এলাকায় আরো মধু বিক্রেতা আছে। তারাও তার মত পাউডার, ফিটকারি ও চিনি দিয়ে নকল মধু তৈরির পর বিক্রি করে। বয়োবৃদ্ধ হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...