প্রকাশিত: ১৮/০২/২০২১ ১০:০০ এএম

অবৈধভাবে প্রবেশের জন্য গ্রেফতারের ভয়ে ভারত থেকে পালিয়ে যাচ্ছেন কিংবা লুকিয়ে পড়ছেন অনেক রোহিঙ্গা শরণার্থী।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, গত মাসে ভারতের নিরাপত্তা বাহিনী বেশ কিছু রোহিঙ্গাকে ধরে কারাগারে নিক্ষেপ করেছে। এর ফলে মিয়ানমার থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নেয়া মুসলিম ধর্মাবলম্বী এসব শরণার্থীর মনে ভয় দেখা দিয়েছে।
ভারত থেকে সপরিবারে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা সংবাদমাধ্যমটিকে বলেন, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েক শ’ রোহিঙ্গা বসবাস করছিলেন। কিন্তু ওই রাজ্যে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করার পর, অনেকেই গা ঢাকা দিয়েছেন।
গ্রেফতার এড়াতে অনেকেই ভারতের অন্যান্য রাজ্যে চলে গেছেন। কেউ কেউ বাংলাদেশেও প্রবেশ করেছেন। ওই রোহিঙ্গা শরণার্থী বলেন, আমার পরিবার ধরা পড়লে ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে আমাদের কারাগারে পাঠাতো এবং তার পর মিয়ানমার পাঠিয়ে দিত। মিয়ানমার এখনও রোহিঙ্গাদের জন্য অত্যন্ত অনিরাপদ জায়গা। আমরা সেই নরকে যেতে চাই না। তাই আমি বাংলাদেশে পালিয়ে এসেছি।
শরণার্থী বিষয়ে কাজ করা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে কোন রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এক বছর আগের হিসেব অনুযায়ী, ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারত ১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এবং তাই সে দেশে প্রবেশকারী সব রোহিঙ্গাকে তারা অবৈধ অভিবাসী হিসেবে দেখে থাকে।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...