আরাকান আর্মিকে খাদ্য জোগান দিচ্ছে চোরাকারবারিরা
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য ৯০০ বস্তা সিমেন্ট নিয়ে গত ৮ সেপ্টেম্বর বরিশাল ...
নীলফামারীতে ভাড়া বাসা থেকে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিদুল ইসলাম ব্র্যাকের শাখা প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সদর উপজেলার কাজীরহাটের অফিসের পাশেই একটি বাড়িতে ভাড়া থাকতেন মহিদুল। ওই ঘরের পাশে ছিল সার ও কীটনাশকের দোকান। গতকাল ওই দোকান থেকে ৫ লাখ টাকা ও সিসি ক্যামেরাসহ সরঞ্জাম চুরি হয়।
পরে সন্ধ্যায় ভাড়া বাসা থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তালা ভেঙে মহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। দোকানে চুরি করতে গিয়ে তাকেও হত্যা করা হয়েছে কিনা-তা খতিয়ে দেখছে পুলিশ।
পাঠকের মতামত