মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...
ডেস্ক রিপোর্ট::
বৃটেনের ৩৩ বছর বয়সী এক পর্যটককে যৌন হয়রানির অভিযোগে মালয়েশিয়ায় আটক করা হয়েছে এক বাংলাদেশীকে। শুক্রবার দিবাগত রাতে লেবুহ আচেহ এলাকায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ খবর দিয়েছে। সেখানকার তিমুর লাউট জেলার পুলিশ কর্মকর্তা এসিপি চি জাইমানি চে আওয়াং বলেছেন, ওই যৌন নির্যাতিত যুবতী একজন বৃটিশ। তিনি পেশায় আইনজীবী। ওই যুবতী দাবি করেছেন, ওই এলাকায় তিনি হাঁটার সময় ওই বাংলাদেশী তাকে স্পর্শ করেছে। তখন ওই যুবতী সহায়তা চেয়ে চিৎকার করতে থাকেন। আর ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশী পালানোর চেষ্টা করে। এ সময় পথচারীরা তাকে ধরে ফেলে। আটক ওই বাংলাদেশী একজন শ্রমিক। তার কাছে পুলিশ কোনো বৈধ ডকুমেন্ট বা ওয়ার্ক পারমিট দেখতে পায় নি।
পাঠকের মতামত