প্রকাশিত: ০৪/১১/২০২০ ৯:১৯ এএম

আরটিভি : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর ছবিতে দেখা যাবে গ্লামার গার্ল রাহা তানহা খানকে। এরই মধ্য কক্সবাজারে ছবির শুটিং-এ অংশ নেন এই চিত্রনায়িকা। নতুন ছবির নাম ব্ল্যাক লাইট।

এ ব্যাপারে রাহা আরটিভি নিউজকে বলেন, এই ছবিটি একদম ভিন্নধর্মী গল্পের। রিজু ভাই যখন গল্পটি শোনালেন শুনেই কাজটি করতে রাজি হয়ে যাই। আমরা কক্সবাজারে ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুটিং করেছি। একটা জার্নির মধ্যে দিয়ে এগিয়ে যায় ছবির গল্প।
তিনি আরও বলেন, আমার সঙ্গে শুটিং-এ অংশ নিয়েছিলেন শাহেদ শরীফ, আইরিন সুলতানা, আবু হেনা রনিসহ অনেকে। গল্পে আমার চরিত্রের নাম এমি। যে কিনা বিদেশে পড়াশোনা করেছে। এরপর দেশে এসে কক্সবাজার ঘুরতে যায়। তারপর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। নানা চমকের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।
সম্প্রতি রাহা বিগ বাজেটের ওয়েব সিরিজটির ‘মাফিয়া’তে কাজ করেছেন।

এছাড়া ‘ওস্তাদ’ সহ আরও বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ হাতে আছে বলে জানান রাহা।
রাহা তানহা খানের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে জান্নাত, ভালোবাসা ডটকম, সারাংশে তুমি (মিউজিক্যাল ফিল্ম)।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...