প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৭:৫৪ এএম
বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে বরখাস্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ ও পার্বত্য গণপরিষদের সভাপতি আতিকুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দুজনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে তোফাইলের একদিন এবং আতিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আবু জাফর জানান, ‘তোফাইল ও আতিকের জামিনের আবেদন করা হয়েছিল। কিন’ আদালত জামিন আবেদন মঞ্জুর করেননি। পুলিশ আসামিদের সাতদিন করে রিমান্ডের আবেদন করলেও দীর্ঘ শুনানি শেষে আদালত বরখাস্ত চেয়ারম্যান তোফাইলের অসুস’তার বিষয়টি মাথায় রেখে তার একদিন ও আতিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত রবিবার রাতে জেলা শহরের কাসেম পাড়ায় একটি বাড়িতে নাশকতার পরিকল্পনাকল্পে বৈঠক চলাকালীন অভিযান চালিয়ে জামায়াত নেতা ও তৎকালীন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ (৪৪) এবং পার্বত্য গণপরিষদের জেলা সভাপতি আতিকুর রহমানকে (৪৫) আটক করা হয়।
এদের বিরুদ্ধে সদর থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ লিয়াকত আলী বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...