প্রকাশিত: ০৫/০১/২০২০ ৯:৩২ এএম

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে দুটি মর্টার হামলা হয়েছে। ঘটনাস্থলের খুব কাছেই মার্কিন দূতাবাসের অবস্থান। একই সময়ে বাগদাদের উত্তরে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়।

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় একযোগে এ হামলা পরিচালিত হয় বলে ইরাকের নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে।

শুক্রবার বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসিম সোলাইমানি নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন হামলা পরিচালিত হলো।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মর্টার শেলগুলি সুরক্ষিত গ্রিন জোনে গিয়ে পড়ে, যার অদূরেই মার্কিন দূতাবাস অবস্থিত।

ইরাকি সেনাবাহিনী বলেছে, একটি মর্টার শেল নিরাপত্তা জোনের অভ্যন্তরে আঘাত হানে, অন্যটি দূতাবাসের নিরাপত্তা ছিটমহলের বাইরে পড়েছে।

নিরাপত্তা সূত্র এবং ইরাকি সেনাবাহিনী আরও জানিয়েছে, একই সময় এক জোড়া রকেট বাগদাদের উত্তরে বালাদ বিমানঘাঁটিতে আঘাত করে।

শুক্রবার বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...