উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১০/২০২২ ৭:২১ এএম
ফাইল ছবি

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব পদমর্যাদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান। সফরকালে রোববার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে দেশটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।

থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে পৃথক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব দু’জনই সারুন চারুয়েনসুয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহযোগিতা চেয়েছেন। তবে সেই সংবাদ বিজ্ঞপ্তির জবাবে থাই পররাষ্ট্র সচিব কী বলেছেন, তা উল্লেখ করা হয়নি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা নিয়ে ঢাকার সহযোগিতা অংশের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষ্যও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের সময়ে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবকে রোহিঙ্গা নিয়ে আসিয়ানে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। যাতে মানবিক কারণে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দ্রুত এবং টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারে। এ ছাড়া আগামী মাসে ঢাকায় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতেও তাঁকে অনুরোধ করেন মন্ত্রী।
এ সময় থাই সরকারের দূত সুবিধাজনক সময়ে দুই দেশের যৌথ কমিশন বৈঠকের ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য জোরদারে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুততম সময়ের মধ্যে সইয়ে জোর দেন তিনি।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেন থাই পররাষ্ট্র সচিব। সারুন চারুয়েনসুয়ানের বাংলাদেশে প্রথম সফরে স্বাগত জানিয়ে করোনা মহামারি ও ইউরোপের সংঘাতের কারণে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে মত দেন মাসুদ বিন মোমেন। খাদ্য ও জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক মন্দার হুমকির কথাও তুলে ধরেন তিনি।

গত মার্চে হয়ে যাওয়া দুই দেশের বৈঠক প্রসঙ্গ তুলে তৃতীয় বৈঠকটি সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠানের জন্য থাই পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব। এ সময়ে তিনি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে থাই পররাষ্ট্র সচিবের কাছে সক্রিয় সহযোগিতা চেয়েছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...