
নিজের দেশ ছাড়া চীন অন্য কোন দেশে সামরিক সরঞ্জাম তৈরি করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীন বাংলাদেশে মিসাইল কারখানা তৈরি করছে জাপানি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদের দৃষ্টি আকর্ষন করা হলে একথা বলেন চীনা রাষ্ট্রদূত।
আজ রোববার (১৩ই মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, এখানে আবেগের কোন সুযোগ নেই। ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় চীন। এক্ষেত্রে উভয় দেশ চাইলে তার দেশ সহায়তা করতে পারে।
কোয়াড জোটে বাংলাদেশের যাওয়া না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এ প্রসঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিবে। কোন উত্তেজনার কেন্দ্রে পরিনত হবে না।
এসময় রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, গেল পাঁচ বছরে প্রত্যাবাসনে উল্লেখযোগ্য কোন আগ্রগতিই হয়নি। তবে এ নিয়ে চীন মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত