প্রকাশিত: ১০/০১/২০২১ ৫:৫৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তার বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ আগমনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিলো বাঙ্গালির বিজয়, দিনটিতে উদিত হয় স্বাধীন বাংলাদেশের নবযাত্রার সূর্য”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী।

এসময় রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, কক্সবাজার জেলা কৃষক লীগের সহ সভাপতি কাজী আক্তার উদ্দিন টুনু, সাবেক ছাত্রলীগ নেতা এড. রবি চন্দ্র দাশ রবি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তসলিমা আক্তার রুমানা সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম।

আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...