প্রকাশিত: ১৯/১২/২০১৭ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফের পৃথক তিনটি রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ড এবং জেলার কালুখালী আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক মিজানুর রহমান মজনু।

জানা গেছে, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে নিয়ে কটুক্তি করে মানহানিকর বক্তব্য দেন মাহমুদুর রহমান। এতে বাদীরা ক্ষুব্ধ হন এবং রাজবাড়ীর- ১ ও ২ নম্বর আমলি আদালতে মাহমুদুল রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বারের সভাপতি ও জেলা আওয়মী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী।

আদালত মামলাগুলো স্ব স্ব থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...