প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:২০ পিএম

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা::

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতিসহ পাঁচ মামলার পলাতক আসামী মো.ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছ (৪০) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজির পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইউনুছ ওই এলাকার মো.সামশুল আলমের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...