প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ৮:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ এএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গাদের ওপর গণহত্যাসহ নিপীড়নের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক দাবি জোরালো হওয়ার পর তড়িঘড়ি করে নিজস্ব তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মিয়ানমার। কূটনৈতিক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এ সপ্তাহেই ওই কমিটির সদস্যদের নাম ঘোষণা হতে পারে।

ওই কমিটিতে বিদেশি বিশেষজ্ঞ থাকলেও মিয়ানমারের নাগরিকদেরই প্রাধান্য থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক কালের কণ্ঠকে বলেন, গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকে এর সদস্যরা রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর স্বাধীন ও স্বচ্ছ তদন্তের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি মিয়ানমার সরকারের স্বাধীন তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত আমলে নেওয়ার কথা জানান। এটি মিয়ানমারের উদ্যোগের একটি স্বীকৃতি। এখন মিয়ানমার দ্রুত ওই তদন্ত কমিশন গঠন করে বিশ্বকে দেখাতে চাচ্ছে যে দেশটি অভিযোগগুলোর বিষয়ে কাজ করছে।

ওই কূটনীতিক জানান, মিয়ানমার শুরু থেকেই রোহিঙ্গাদের ওপর গণহত্যা, জাতিগত নিধনযজ্ঞ চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। দুই-তিন মাস আগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রসিকিউটর রোহিঙ্গা গণহত্যার বিচার নিয়ে আগ্রহ দেখানোর পর মিয়ানমার নিজস্ব তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপর মিয়ানমার এ বিষয়ে আর কোনো তৎপরতা না দেখালেও নিরাপত্তা পরিষদের বৈঠকের পর হঠাৎ এ নিয়ে কাজ শুরু হয়েছে।

মিয়ানমারের ওপর আইসিসির বিচারিক এখতিয়ার আছে কি না সে বিষয়ে আইসিসি জানতে চাইলেও নেপিডো তাতে সাড়া দেয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিচারের দাবি আরো জোরালো হচ্ছে।

আগামী কয়েক মাসের মধ্যে এ দাবি আরো দৃশ্যমান হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আগামী মাসে মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাখাইন রাজ্য পরিস্থিতি নিয়ে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...