প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ১০:৪০ এএম

মানবজমিন::
দালাই লামার পর সবচেয়ে বেশি বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় গুরু সোগিয়াল রিনপোচের (৭১) বিরুদ্ধে গুরুত্বর যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। তিনি নারী অনুসারীদের সঙ্গে অবাধ যৌনাচার করেছেন। এমন কি নিজে সুন্দরী নারী পরিবেষ্টিত থাকতেন। গড়ে তুলেছিলেন নিজের মতো করে একটি হারেম। এ বিষয়ে তদন্ত হয়েছে। তাতে উঠে এসেছে এসব তথ্য। কাউকে কোনোভাবে আঘাত করে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। বর্তমানে তিব্বতে বসবাস করেন সোগিয়াল রিনপোচে। দালাই লামার পর তাকেই বছরের পর বছর ধরে মানুষ সবচেয়ে বেশি সম্মান জানিয়ে আসছে। তার লেখা বই ‘দ্য তিবেতান বুক অব লিভিং অ্যান্ড ডাইং’ বিক্রি হয়েছে ৩০ লাখেরও বেশি কপি। এই যে মান, সম্মান, যশ, খ্যাতি এর আড়ালে ছিল তার এক অন্ধকার গোপনীয়তা। অভিযোগ আছে, হারেমে তিনি সুন্দরী যুবতী দ্বারা পরিবেষ্টিত থাকতেন। তাদের সঙ্গে গড়ে তুলতেন যৌন সম্পর্ক। এ ছাড়া তাদেরকে ইমোশোনালি ব্লাকমেইল করে নির্যাতন করতেন। তিনি জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার পথ উন্মুক্ত করার কথা বলে গড়ে তুলতেন অনিরাপদ যৌন সম্পর্ক। এ বিষয়ে এ মাসের শুরুর দিকে একটি তদন্ত রিপোর্ট বের হয়েছে। তাতে বেরিয়ে এসেছে বহু নারী অনুগামীকে তিনি গুরুত্বর শারীরিক, যৌন ও ইমোশনাল নির্যাতন করেছেন। তিব্বতের বৌদ্ধদের মেডিটেশন স্টোর রিগপা’র অর্থায়নে আইনি প্রতিষ্ঠান লুইস সিলকিন ওই রিপোর্ট তৈরি করে। সোগিয়াল রিনপোচের বিরুদ্ধে প্রথম অভিযোগ বেরিয়ে আসার পর বৌদ্ধ ধর্মের সাবেক অনুসারীরা এ নিয়ে কথা বলেছেন বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে। একজন অনুসারী বলেছেন, সোগিয়াল রিনপোচে কিছুটা দানবের মতো। আর কিছুটা হলো শিশুদেরকে নষ্ট করে দেয়া স্বভাবের। দৃশ্যত তিনি যৌনতা, খাদ্য, ধুমপানে আসক্ত। আরেকজন অনুসারী বলেছেন, সোগিয়াল রিনপোচে এবং মেয়েরা সব কিছুই একসঙ্গে ভাবতো। তারা তার ভিতরে প্রবেশ করতো। তার ভিতর থেকে বেরিয়ে আসতো। এটাকে পবিত্র বলে ধরে নেয়া হতো। সোগিয়াল রিনপোচের সাবেক একজন অনুসারী ২০১১ সালে তার আচরণ নিয়ে কথা বলেছেন কানাডিয়ান টিভি’তে। এরপরই তার অন্ধকার অধ্যায় বেরিয়ে আসে। ওই অনুসারী দাবি করেছেন, তার সঙ্গে তার এই শিক্ষক অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করেছেন। উল্লেখ্য, এখন আর রিগপা’র সঙ্গে যুক্ত নেই সোগিয়াল রিনপোচে। তিনি কৃতকর্মের জন্য অতীত ও বর্তমান অনুসারীদের কাছে ক্ষমা চেয়েছেন।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...