
কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী ১৮ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ অনুরোধে উত্তরবঙ্গ সফরের পাশাপাশি কক্সবাজারের এই সম্ভাব্য কর্মসূচিও আপাতত বাতিল করেছে দলটির হাইকমান্ড। জানুয়ারী মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন তারেক রহমানের কক্সবাজার আগমনের নতুন সফরসূচি ঘোষণা করা হতে পারে।
সূত্রমতে, ১১ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যানের বগুড়াসহ উত্তরবঙ্গ সফরের ৪ দিনের একটি কর্মসূচি নির্ধারিত ছিল। তবে বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট বিবেচনায় ইসি থেকে এই সফর স্থগিতের অনুরোধ জানানো হয়। জাতীয় স্বার্থ ও নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে বিএনপি উত্তরবঙ্গ সফরের পাশাপাশি ১৮ জানুয়ারির কক্সবাজার সফরটিও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি তারেক রহমানের কক্সবাজারে অবতরণ করে সরাসরি পেকুয়ায় ছাত্র-জনতার আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার কথা ছিল। সেখান থেকে সড়কপথে লোহাগাড়া হয়ে চট্টগ্রামে একটি দোয়া মাহফিলে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর।
সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু
আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন বলে জানা গেছে। এরপর তিনি বগুড়াসহ উত্তরবঙ্গ সফর করবেন। উত্তরবঙ্গ সফর শেষেই তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে কক্সবাজার সফরের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন।
জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সারাদেশে তারেক রহমানের নির্বাচনী সফরের পূর্ণাঙ্গ কর্মসূচির সঙ্গেই কক্সবাজারের সফরের বিষয়টি আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

পাঠকের মতামত