
নিউজ ডেস্ক::
বাংলাদেশের টেকসই গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম ও অবাধ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন তিনি।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। আর যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের আরও কাজ করতে হবে। বাংলাদেশে এ নিয়ে অনেক এগিয়েছে, মিয়ানমারের পক্ষ থেকে এ বিষয়ে অগ্রগতি হওয়া প্রয়োজন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
শনিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এরপর সেখান থেকে তার মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত