প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
যাকে এলাকায় নামে চেনেন না বেশীর ভাগ লোক। তার প্রকৃত নামও জানেন না গ্রামের অনেকেই। সেই বহুল পরিচিত প্রবীণ মুরুব্বী ‘ভাগ্যের বাপ’ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)।

ভাগ্যের বাপ কক্সবাজারের টেকনাফ সীমান্তের শাহপুরির দ্বীপ গ্রামের বাসিন্দা। তার প্রকৃত নাম কাদির হোসেন। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরির দ্বীপ মিস্ত্রী পাড়ার মৃত আবদুল মতলবের পুত্র।

কাদির হোসেন ওরফে ভাগ্যের বাপের বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ১০৪ বছর। তবে গ্রামবাসীর মতে তিনি কমপক্ষে ১১০ বছর বয়সে আজ (রবিবার) সকালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ২ কন্যা মিলে ৪৯ জন নাতি-নাতনি রেখে গেছেন।

‘ভ্যাগ্যের বাপের’ ভ্রাতুষ্পুত্র ইমাম শরীফ কালের কণ্ঠকে বলেন, ‘আমার জেঠা নিতান্তই একজন ধার্মিক লোক ছিলেন। তিনি ছোট বেলা থেকেই এলাকায় ব্যবসা করতেন। গ্রামের সবার ব্যবসা মার খেলেও আমার জেঠার ব্যবসা কোনদিন মার খায়নি। এ কারণে লোকে তাকে ‘ভাগ্যের বাপ’ বলেন।’

শাহপুরির দ্বীপের প্রবীণ শিক্ষক জাহেদ হোসেন বলেন, ‘কাদির হোসেন ওরফে ভাগ্যের বাপের অনেকগুলো মাছধরা নৌকা ছিল। গ্রামের লোকজন সাগরে মাছ ধরতে গিয়ে কেউ মাছ না পেলেও ভাগ্যের বাপের মালিকানাধীন নৌকার জালে অনেক মাছ ধরা পড়ত।’

এলাকার চৌকিদার দরবেশ আলী জানান, কাদির হোসেন প্রচুর ক্ষেত-খামার করতেন। প্রত্যেক মওসুমের ক্ষেত-খামারে তিনি ভাল ফলন পেতেন। এসব কারণে কাদির হোসেন লোকেমুখে পরিচিতি লাভ করে ‘ভাগ্যের বাপ’ হিসাবে।

শাহপুরির দ্বীপ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা রশিদুল্লাহ বলেন, মরহুম কাদির হোসেন বাস্তবেই একজন ভাগ্যের বাপ। তিনি পহেলা রমজানের এমন পবিত্র দিনে ইহকাল ত্যাগ করে ভাগ্যের মৃত্যু বরণ করে নিয়েছেন। আজ (রবিবার) আছরের নামাজের পর মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়েছে।
সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...