প্রকাশিত: ২৯/০৫/২০২০ ২:৩১ পিএম , আপডেট: ২৯/০৫/২০২০ ২:৩২ পিএম
ফাইল ছবি

মুহিববুল্লাহ মুহিব: :

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) নামে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সদস্য নিহত হয়েছে। এসময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সাথে কাজ করছে। গোপনে তধ্য পাচার করে আসছিল সে।

সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, আজ ভোররাতের দিকে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাক গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। সুত্র;সিবিএন

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...