
জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১কোটি ২৪লক্ষ টাকার ইয়াবা ও বহনকারী সিএনজিসহ ৪জনকে আটক করেছে। অপর ২জনকে পলাতক আসামী করে ধৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। সুত্র জানায়,বুধবার বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটলিয়ানের সাবরাং বিওপির নায়েব সুবেদার রাকিবুল হাসন গোপন সংবাদের ভিত্তিতে পুরান পাড়াস্থ প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় যাত্রীবাহি একটি সিএনজি এলে থামিয়ে তল্লাশী চালিয়ে ১কোটি ২৪লক্ষ ৫০হাজার ৭শ টাকা মূল্যের ৩৯হাজার ৮শ ৭পিচ ইয়াবা বড়িসহ পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ার মো: আবুল বাশারের পুত্র মো: জসিম উদ্দিন (৩০),দক্ষিণ জালিয়াপাড়ার মো: আব্দুল গণির পুত্র মো: জমির উদ্দিন (১৯),মুক্তার আহমদের পুত্র মো: ওমর ফাইসাল (১৯) ও সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাজ¦ী মকতুল হোসেনের পুত্র মো: হোসাইন (৩১) কে আটক করে। এসময় তাদের বহনকারী সিএনজি ও ব্যবহ্রত ৪টি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় দক্ষিণ জালিয়াপাড়া এলাকার ওসমানের পুত্র জুবায়ের (২৮) ও মধ্যম জালিয়াপাড়া এলাকার মো: হাবিবুল্লাহ প্রকাশ জিকু (৩০) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ ২বিজিবির উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত