
আবুল আলী, টেকনাফ::
কক্সবাজার টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নাফনদী সীমান্তে থেকে ৩ লক্ষ ৬২ হাজার ইয়াবাসহ মিয়ানমার তিন নাগরিককে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল, মিয়ানমার মন্ডু নাইটার ডেইল এলাকার মোঃ ইউনুছ আলী ছেলে মোঃ আবু ফয়াজ (৪০), মোঃ ফয়জল আহম্মেদ ছেলে মোঃ রফিক (২৫), মোঃ আব্দুর রশিদ ছেলে মোঃ শফিক (২০),
২ বডার্র গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কণের্ল এস এম আরিফুল ইসলাম জানান, ৩০ জুলাই রবিবার রাত ৯ টার দিকে টেকনাফ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদী সীমান্ত দিয়ে নৌকায় অনুপ্রবেশ কালে অভিযান চালিয়ে ২২ হাজার ৪৮৬ ইয়াবা উদ্ধার যার আনুমানিক মূল্য ৬৭ লাখ ৪৫ হাজার ৮শ টাকা ও দুইটি মোবাইলসহ মিয়ানমার তিন নাগরিককে আটক করা হয়।
এছাড়াও অন্য দিকে, দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান, এর নেতৃত্বে একটি টহলদল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নাফ নদীতে অবস্থান নেয়। আনুমানিক রাত ২ টার দিকে মিয়ানমার হতে ৫/৬ জন লোক হস্তচালিত নৌকা নিয়ে শুন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহলদল তাদেরকে ধাওয়া করে। এমতাস্থায় ইয়াবা পাচারকারীরা তাদের নৌকাটি নাফ নদীর কিনারায় এনে নৌকা থেকে ইয়াবার বস্তাগুলো নিয়ে দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় কেওড়া বাগানে অবস্থানরত টহলদল তাদেরকে ধাওয়া করলে এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ০৩ বস্তা খুলে গণনা করে ১০ কোটি ২০ লক্ষ টাকা মূল্যমানের ৩ লক্ষ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ৩ লক্ষ ৪০ হাজার ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত