প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৮:৩৬ এএম , আপডেট: ১৮/০৮/২০১৬ ৮:৩৭ এএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ::

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবাল লক্ষীপুরে এবং টেকনাফ উপজেলা সিনিয়র মৎস অফিসার সৈয়দ হুমায়ুন মোর্শেদ কক্সবাজার সদরে বদলী হয়েছেন।তাদের বদলীতে আমরা সবসময় তাদেরকে মিস করব।দুইজন অফিসারই টেকনাফ থাকাকালীন টেকনাফের অনেক উন্নয়ন সাধিত হয়েছে পাশাপাশি মানুষকে সবসময় ভাল পরামর্শ দিতেন।আর একটি কথা না বললেই নয়, টেকনাফে একলাব পরিচালিত কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এ জেলেদের নিয়ে তৈরী করা মৎস বিষয়ক সচেতনতামুলক প্রোগ্রামে হুমায়ুন স্যারের বক্তব্যের দরকার হলে স্যারের কাছে আসলে স্যার আমাকে সাথে সাথে আন্তরিকতার সহিত দেখামাত্রই দাড়িয়ে বা বসেই বক্তব্য দিয়ে দিতেন।এজন্য বিশেষ করে স্যারকে আমি ও রেডিও নাফ পরিবার গভীরভাবে মিস করবে।আর টেকনাফের অনেকেই বলতেন জাহিদ ইকবাল স্যার ছিলেন ফেরেশতার মত মানুষ।স্যারের কর্মকাণ্ড,আচার-ব্যবহাের প্রতিটি মানুষ মুগ্ধ। আল্লাহ সবসময় আপনাদের সহায় হউক এই প্রত্যাশা করছি এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি।আপনারাও যেখানে যান আমাদেরকে স্মরণ রেখে আমাদের জন্য দোয়া করবেন।অবশেষে কোন ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃস্টি দিয়ে দেখবেন এই কামনা করছি।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...