প্রকাশিত: ০৫/০৮/২০১৭ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪০ পিএম

নিউজ ডেস্ক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৫ জুন চিকিৎসার জন্য লন্ডন গেলেও শুক্রবার রাতে তাকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে দেখা গেছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের পরামর্শেই পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

তবে লন্ডনে অবস্থানের প্রায় ৩ সপ্তাহ পর বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে তারেক রহমানের বাসা থেকে বের হন খালেদা জিয়া। এ সময় একটি শপিং মলে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনেছেন তিনি।

দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্য নেতাদের ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে খালেদা জিয়াকে লন্ডনের একটি শপিং মলে কেনাকাটা করতে দেখা গেছে।

সূত্র মতে, লন্ডনে অবস্থানের পর একটি ঘরোয়া সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বেগম জিয়ার। কিন্তু শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তারেকের পরামর্শেই সমাবেশে অংশ নেননি তিনি।

তবে এর ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, লন্ডনে তারেক রহমানের যে বাসায় খালেদা জিয়া রয়েছেন সেখানে দলের কোন পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরিবার পরিজনের সাথে একান্ত সময় কাটাতেই নেতাকর্মীদের সাক্ষাৎ না দেয়ার কৌশল অবলম্বন করেছেন মা-ছেলে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। চিকিৎসার পাশাপাশি দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও একাদশ নির্বাচনে বিএনপি ভূমিকা নিয়ে ছেলের সঙ্গে পরামর্শ করবেন এমন গুঞ্জনও শোনা গেছে। কোরবানীর ঈদের পর তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত