প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৭:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

চট্টগ্রামের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানকে মারধর ও লাঞ্চিত করার ঘটনায় নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খান। মামলায় ২০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগও আনা হয়েছে। বিয়য়টি নিশ্চিত করেছে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নুরুল হুদা। তিনি জানান, বুধবার গভীর রাতে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খান রনিসহ ৭জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ওই মামলায় আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওসি বলেন, গত ৩১ মার্চ চট্টগ্রামের বিজ্ঞান কলেজে গিয়ে অধ্যক্ষকে মারধর ও অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

মামলায় বাকি ছয় আসামি হলেন- মুজিবুর রহমান রাসেল, তানভির মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।

উল্লেখ্য, গত ৩১ মার্চ নগরীর চকবাজারে অবস্থিত বিজ্ঞান কলেজে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে জাহেদ খানকে কিল ঘুষি মারে নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরল আজিম রনি। ওই সময় চাপের মুখে টাকা ফেরত দেন অধ্যক্ষ জাহেদ খান। ঘটনার ভিডিওটি কলেজের সিসিটিভি ভিডিও ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজটি পরে জাহেদ খান তার ফেইসবুক টাইমলাইনে শেয়ার করলে, কিছুক্ষণের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। এরপর বিতর্কে জড়িয়ে পড়েন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...