উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ৮:৪৩ পিএম

কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. আশরাফুল বারী বাঁধন (২৭) চাকরিচ্যুত বিজিবি সদস্য। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশে গ্রিন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান শুরু করে।

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আশরাফুল বারী বাঁধনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা সেনাবাহিনীর পোশাকের রঙের ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার বাঁধন চাকরিচ্যুত বিজিবি সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাঁধন দীর্ঘদিন ধরে বিজিবির নকল সিসি বানিয়ে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...