
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবানের ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ কক্সবাজার ব্যাটালিয়নের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সাফল্য। এর আগে গত ছয় মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) বিভিন্ন অভিযানে ব্যাটালিয়নটি ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মোট ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে। একই সময়ে মোট ৯৫ জন আসামি আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও ইয়াবা পাচার প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ সীমান্ত পারাপার, মাইন বিস্ফোরণ ও মাদক পাচার প্রতিরোধে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। এছাড়া স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী বিতরণ, বৌদ্ধ বিহারে অনুদান এবং দরিদ্র নারীদের সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


পাঠকের মতামত