প্রকাশিত: ০৫/০১/২০২২ ১১:০৪ এএম

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশী মুসলিম কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ।

গত সপ্তাহের মাঝামাঝিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি। এর আগে গত ২ নভেম্বর ডেমোক্র্যাটিক পার্টির হয়ে বিজয়ী হন শাহানা।

কোরআন হাতে শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা ও আওয়াজকে বিশ্বাস করুন। একটি ভালো দল তৈরি করুন। এর মধ্যে পরিবার, বন্ধু ও সম্প্রদায়ের সমর্থনও দরকার হয়।’

তবে তিনি মনে করেন, সবকিছুর ওপরে ‘বিশ্বাস’-এর অবস্থান। তার প্রতি জনগণের সেই বিশ্বাসই তাকে বিজয়ী করেছে।

বুধবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

নিউ ইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমানের বাস সত্ত্বেও শাহানার আগে এখান থেকে সিটি নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী জয়ী হতে পারেননি। মুসলিম হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত এই নারী সমাজকর্মী।

সূত্র : ভয়েজ অব সাউথ এশিয়া ও পুবের কলম

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...