প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:২৬ এএম
এটি কক্সবাজার -টেকনাফ সড়কের প্রধান চিত্র। উখিয়ার কুতুপালং বাজার। উপজেলার প্রায় হাট বাজারের মধ্যে কুতুপালং বাজারটির সাপ্তাহিক হাট হিসেবে গণ্য হয়না। জন লোকারণ্য এই বাজারটিতে গড়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বাজার মুখীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড -আন রেজিস্টার্ড রোহিঙ্গা। তাই প্রয়োজন যানবাহনও। প্রতিদিন এলোপাতাড়িভাবে সিএনজি -মাহিন্দ্রা সহ অন্য যানবাহনগুলো অঘোষিত যাত্রী উঠানামার কারণে লোকজন ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এর থেকে পরিত্রানে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোন ব্যবস্থা নেই। ছবি ও প্রতিবেদনঃ শ.ম.গফুর,উখিয়া।
এটি কক্সবাজার -টেকনাফ সড়কের প্রধান চিত্র। উখিয়ার কুতুপালং বাজার। উপজেলার প্রায় হাট বাজারের মধ্যেকুতুপালং বাজারটির সাপ্তাহিক হাট হিসেবে গণ্য হয়না।জন লোকারণ্য এই বাজারটিতে গড়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বাজার মুখীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড -আন রেজিস্টার্ড রোহিঙ্গা। তাই প্রয়োজন যানবাহনও। প্রতিদিন এলোপাতাড়িভাবে সিএনজি -মাহিন্দ্রা সহ অন্য যানবাহনগুলো অঘোষিত যাত্রী উঠানামার কারণে লোকজন ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এর থেকে পরিত্রানে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোন ব্যবস্থা নেই। ছবি ও প্রতিবেদনঃ শ.ম.গফুর,উখিয়া।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...