উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৮:০১ এএম

শ.ম.গফুর:
উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত বৃহত্তর বাজার কুতুপালং। এ বাজারে রয়েছে অন্তত ছোট-বড় অর্ধ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান।বাজার পরিচালনায় রয়েছে দক্ষ ব্যবস্থাপনা কমিটি।
যেটি কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নামে পরিচিত।এটি প্রতিষ্ঠা হয়েছিল ২০১৯ সালে।যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।ওই বছরই সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভ করে সংগঠনটি।যার নিবন্ধন নম্বর-২৫১০।এ সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৩৩০ জন।আসন্ন নির্বাচনের পূর্বে আরো কিছু নতুন ভোটার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান নেই,তাদের ভোটাধিকার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে,এমনটাই সুত্র জানিয়েছে।বর্তমান কার্য পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবে নভেম্বর মাসে।কিন্তু নির্বাচনের ঘোষণা আর তফসিলের আগেভাগেই যারা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন,তারাই আগাম প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু করে দিয়েছেন।প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।চায়ের দোকানে,বাজারে,দোকানে ঝড় তুলছেন প্রার্থীরা।অনেকেই ভোটারদের সাথে ব্যক্তিগত যোগাযোগ বাড়িয়ে খোঁজ খবর নিচ্ছেন।প্রতি দিবারাত্রি ভোটারদের সাথে আড্ডায় মেতে উঠছেন।সংগঠনের আসন্ন নির্বাচন নিয়ে পূর্ব এবং বর্তমান কমিটির দায়িত্বশীলদের কার্যক্রম নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছেন।আবার ভোটারদের ব্যবসা সংক্রান্ত স্বার্থ ও অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।মজার বিষয় হচ্ছে আগাম প্রচারণায় এগিয়ে রয়েছেন সহসভাপতি প্রার্থী অপু বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী রুবেল সওদাগর।বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রয়েছেন গোপন প্রচারণায়।সহসভাপতি অপু বড়ুয়া নিজের প্রার্থীতার কথা জানান দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কুতুপালংয়ের সর্বত্র রঙিন পোস্টার ছেঁটে প্রচারণার মাত্রায় ব্যতিক্রম উৎসাহ-উদ্দীপনা যোগ করেছেন।প্রার্থীরা
নিজেদের বহুগুণে বিশেষায়িত করছেন।সংগঠনের কার্য পরিচালনা কমিটির ৯ পদে প্রায় দুই ডজনাধিক প্রার্থী’র নাম শোনা যাচ্ছে।ইতিমধ্যে বিভিন্ন পদে নির্বাচন করতে ইচ্ছুকদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে সভাপতি পদে রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ও কুতুপালং বাজার প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত মাওলানা বখতেয়ার আহমদের সুযোগ্য সন্তান বর্তমান ইউপি সদস্য এবং উক্ত সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আরেক সাবেক সাধারণ সম্পাদক/ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গ্রাম ডাক্তার জহির আহমদ এবং বর্তমান সভাপতি জানে আলম জানু,
সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি জাফর আলম, গতবারের নিকটতম প্রতিদন্ধি অপু বড়ুয়া, নতুন মোহাম্মদ তারেক ও মোহাম্মদ আলম,সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,গতবারের নিকটতম প্রতিদন্ধি নুরুল ইসলাম পুতিয়া ও মোহাম্মদ রুবেল সওদাগর, কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আলা উদ্দিন,
মোহাম্মদ ইউনুস,রফিক উদ্দিন সওদাগর ও জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য পদে পুরনো-নতুন মিলিয়ে ডজন খানেক প্রার্থী’র নাম শোনা যাচ্ছে,তৎমধ্যে রয়েছেন,মো:ইমরান আইকন,মোহাম্মদ ইসমাঈল হ্নদয়,ইমরানুল হক চৌধুরী,রফিক উদ্দিন,সফিউল আলম,মোহাম্মদ বাবুল,শাহাব উদ্দিন খলিবা, জয়নাল উদ্দিন রানা ও জিয়াবুল হক প্রমুক।প্রার্থীদের এ তালিকা আরও দীর্ঘ হতে পারে।আবার আগাম যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে শেষ পর্যন্ত অনেকেই প্রার্থী নাও হতে পারেন।আবার নতুন কোন প্রার্থী যোগ হয়ে চমক দেখাতে পারেন।তবে শেষ পর্যন্ত সংগঠনের নির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রকৃত প্রার্থী কোন পদে কারা হচ্ছেন, তা চুড়ান্ত হবে।এদিকে ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এমন খবর তার শুভাকাঙ্ক্ষীদের মুখে শোনা গেলেও হেলাল উদ্দিন প্রার্থী হওয়ার ঘোষণা দেন নি বলে নিশ্চিত করেছেন।তবে দেখা যাক বলে এড়িয়ে যান।
সংগঠনের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা পেতে ব্যবসায়ী ভোটারদের অপেক্ষা করতে হবে অন্তত আরোও দুই মাস।এরপরই চুড়ান্ত সিদ্ধান্ত।স

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...