প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৩:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে সাগরপথে চার লাখ পিস ইয়াবার একটি চালান পাচার করার দায়ে ১৯ জন পাচারকারীর প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান গণি আজ সোমবার ইয়াবা পাচারের এ চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন।

প্রসঙ্গত কক্সবাজারের বিচারিক আদালতে ইয়াবা পাচারের মামলায় একইসঙ্গে এত বিপুল সংখ্যক আসামির দণ্ডাদেশ এই প্রথম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে মিয়ানমার থেকে টেকনাফমুখী ইয়াবাবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা সেন্টমার্টিন্স দ্বীপ সন্নিহিত সাগরপথে আসার খবর ছিল কোস্টগার্ডের কাছে। ওই খবর পেয়ে সেন্টমার্টিন্স দ্বীপের কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে অভিযানে নামে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা দুটি পালাতে থাকে। পরে কোস্টগার্ড সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগরে ইয়াবাবোঝাই নৌকা দুটিসহ ১৯ পাচারকারীকে আটক করেন। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় চার লাখ পিস ইয়াবার চালান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোকতার আহমেদ বলেন, “অভিযান পরিচালনাকারী কোস্টগার্ডের পেটি অফিসার কমিউনিকেশন এম এ তাহের একইদিন ১৯ জন পাচারকারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির (এসটি মামলা নম্বর-১০১৩/১৬) অভিযোগপত্র দাখিল করে গত বছরের ১৯ এপ্রিল।

আসামিরা সবাই কারাগারে আটক রয়েছেন। ” আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আয়াছুর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টেকনাফ সদরের উত্তর লম্বরি পাড়ার শামশুল আলম ওরফে কালা বাম্বু, জাহেদ হোসেন, অছিউল্লাহ, আইউব আলী, আজিজুল হক, মকবুল আহমদ, রফিক আলম, খাইরুল আলম, ফজল করিম, মোহাম্মদ ইলিয়াস, আবদুল্লাহ, জাহাঙ্গীর এবং জিয়াউর রহমান, টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিলের আনোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল (১), মোহাম্মদ রুবেল (২), রাশেদুল হক, টেকনাফ মৌলভীপাড়ার নূরুল আলম এবং টেকনাফ চান্দলীপাড়ার ইমাম হোসেন ওরফে নবী হোসেন।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত এক নম্বর আসামি শামশুল আলম ওরফে কালা বাম্বু টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলম মেম্বারের ছোট ভাই।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...