
কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। গত ১৪ জুলাই বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্সের সদস্য সচিব হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।
গত ১৫ জুলাই থেকে যৌথ অভিযানে টাস্কফোর্স ২১ লাখ ৭৯ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ১৪৯২.৫ লিটার বাংলা মদ, ৩৮ কেজি গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার ও ২ কেজি ৫৮৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে। এসময় ৩৪৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
টাস্কফোর্স তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে—
১. নজরদারি ও সাড়াশি অভিযান
২. সামাজিক সচেতনতা বৃদ্ধি
৩. মামলার দ্রুত নিষ্পত্তি
প্রশাসন মনে করে, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগে কক্সবাজার হয়ে মাদক পাচারের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে এবং ভবিষ্যতে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়া যাবে।
রোহিঙ্গাদের দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে যখন শুরু হয়েছে তিন দিনের সম্মেলন, ঠিক সেই মুহূর্তে ...
পাঠকের মতামত