প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ৪ দিনের মাথায় সোমবার (২১আগষ্ট) ফের যুবকের অর্ধ গলিত লাশ উদ্বার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবু হেনা (২০) সে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাশঁকাটা মাদরাসা পাড়ার এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস চালক বলে জানা গেছে। তার পরনে চেক লুঙি ও সাদা গেন্জি রয়েছে। স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। তিনি আরও জানান, সকালের দিকে শিয়াপাড়ার দক্ষিণ পাশে ধান ক্ষেতের পাশে ঝিরির মাঝে লাশটি দেখতে স্থানীয়রা। তবে লাশটি ২/১ দিনের হবে কারন লাশে পচন ধরেছে।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান সঙীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, সীমান্তবর্তী খুটাখালী এলাকা হওয়ায় চকরিয়া থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে সকাল থেকে লাশটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। তার লাশ দেখতে উৎসুক জনতার ভীড় জমেছে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...