ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১০:৫৬ এএম

সমকাল::
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রাক্কলনিক রাজীব হোসেন রাজু ও ক্যাশিয়ার গৌতম কুমার পালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে জরুরি কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ, বদলি বাণিজ্য এবং স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহের নামে ঘুষ লেনদেনের অভিযোগে এ অনুসন্ধান করা হচ্ছে।

এ বিষয়ে গত বুধবার কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক হুমায়ুন বিন আহমেদকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে কমিশনের উপপরিচালক খান মো. মিজানুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি কক্সবাজার কার্যালয়ে পাঠানো হয়। চিঠিতে নিজে অথবা কার্যালয় থেকে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে দুদকের বিধিমালা অনুযায়ী অনুসন্ধান কাজ শেষ করতে কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।

দুদক সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২২ সালের ডিসেম্বরে কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফরকালে জরুরি কাজ দেখিয়ে ২৪ লাখ টাকা, ২০২৩ সালের জুলাইয়ে রাষ্ট্রপতির কক্সবাজার সফরকালে জরুরি কাজ দেখিয়ে ২৯ লাখ টাকা এবং নভেম্বরে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকালে জরুরি কাজ দেখিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ২০২৩ সালে দুর্যোগকালীন সময়ে তিন উপজেলায় সাইক্লোন শেল্টার মেরামতের কাজ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়। দুর্নীতির এসব কাজে নির্বাহী প্রকৌশলীকে সহযোগিতা করেছেন রাজিব হোসেন ও গৌতম কুমার।

এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে জেলার ৯ উপজেলায় ১ হাজার ৮০০ গভীর নলকূপ, ৮ হাজার ৮০০ টয়লেট, ১ হাজার বায়োফিল টয়লেট, গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম ৩১টি এবং ২০টি পাবলিক টয়লেট স্থাপনেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...