উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:২৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারি পল্লী চিকিৎসক নুরুল কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জামায়াত নেতা পল্লী চিকিৎসক নুরুল কবির বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।

জানা গেছে, ওই রাতে জালিয়ার চাং রাস্তার মাথা পুরাতন ইউপি পরিষদের সামনে একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন পেকুয়া উপজেলা শাখার জামায়াত ইসলামীর সেক্রেটারি নুরুল কবির। তার বাড়ি টইটংয়ের বাজারপাড়া। এবিসি মহাসড়কের আব্দুর রশিদের বাড়িসংলগ্ন কালভার্টের ওপর পথরোধ করে তাকে। এ সময় হকিস্টিক দিয়ে ব্যাপক মারধর করে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে।

এ ব্যাপারে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারি ও পল্লী চিকিৎসক নুরুল কবির বলেন, রাতে পুরাতন ইউপি পরিষদের সামনে আমরা কয়েকজন সালিশি বৈঠক করছিলাম। বৈঠকে টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিনও ছিলেন। বৈঠক শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় এবিসি মহাসড়কে একটি মোটরসাইকেল কয়েকবার ঘোরাঘুরি করছে। মোটরসাইকেলে দুজন ছিল। বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি সামনে এসে গতিরোধ করে। একজনের হাতে ধারালো ছোরা ও অন্যজনের হাতে হকিস্টিক ছিল। হকিস্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার কাছে দুটি মোবাইল ছিল। একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ফোনে মোসলেম উদ্দিন চেয়ারম্যানকে বিষয়টি জানালে তারা হামলাকারীদের সড়কে আটকানোর চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এটা পরিকল্পিত হামলা। আমাকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। আমার ধারণা সালিশি বৈঠক চলাকালীন আমাকে তারা নজরদারিতে রাখছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জামায়াত নেতা নূরুল কবির থানায় জিডি করেছেন। হামলার ঘটনার বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে

পাঠকের মতামত

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...