
চলমান করোনা পরিস্থিতিতে এক প্রকার অচলবস্থা বিরাজ করছে দেশে। এরই মধ্যে কক্সবাজার সদরের খুরুশকুলের হাফেজ আহমদের ক্ষেতের ধান পেকেছে। ধান কাটার লোক না পেয়ে দুশ্চিন্তাই ভুগছিলেন এই কৃষক।
খবর পেয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে কৃষক হাফেজের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী। যারা হাফেজের দুই কানি জমির ধান কেটে ঘরে পৌঁছে দেন।
খুরুশকুলের কৃষক হাফেজ আহমদ বলেন, চাষের ধান পেকে গেছে আরও কয়েকদিন আগে। করোনার কারণে শ্রমিক না পেয়ে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গত কয়েকদিন ধরে কোন উপায় খুঁজে পাইনি। পরে ছাত্রলীগের ৩০ জন এসে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সবার জীবন আবারো স্বাভাবিক হয়। কৃতজ্ঞতা জানাই ছাত্রলীগকে।
ধান কাটার নেতৃত্ব দেয়া জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে অনেক কৃষক বিপদে পড়েছেন ধান নিয়ে। তাই কৃষক হাফিজের ধান ঘরে তুলতে না পারার খবর পেয়ে কক্সবাজার ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ধান ঘরে পৌঁছে দিয়েছেন।
পাঠকের মতামত