পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ...
পর্যটন নগরী কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অবস্থিত রেল লাইনের প্রধান জংশন পরিদশর্ন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি এ টার্মিনাল এলাকা পরিদর্শন করে সন্তুষ্টি প্রদান করেন।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার।তাই কক্সবাজারের পর্যটন ব্যবসা এবং এলাকার উন্নয়নে অগ্রধিকারভিত্তিতে রেল লাইন নির্মান করছে সরকার।আর চট্রগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার ও ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মান এখন শুধু সময়ের ব্যাপার।
পরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
এ পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সংসদ সাইমুম সরওয়ার কমল,সংসদ সসদস্য আশেক উল্লাহ রফিক প্রমুখ।
পাঠকের মতামত