প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৮:৩২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সদরে ৩৩ জনসহ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (২৬ জুন) মোট ৮৮ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

সেখানে কক্সবাজার জেলার ৫৭ জন।

এছাড়া বান্দরবানের ২৯ জন এবং চট্টগ্রামের সাতকানিয়ার দুইজন রয়েছে।

মোট স্যাম্পল টেস্ট হয়েছে ৪২২ জনের।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পজিটিভ রিপোর্ট পাওয়া ৮৮ জনের সকলেই নতুন। আজকে কোন ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ হয়নি।

তথ্যমতে, নতুন করোনা শনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে সদরে ৩৩, উখিয়া ৭ জন, টেকনাফ ১০ জন, পেকুয়া ২ জন, মহেশখালী ৭ জন এবং কুতুবদিয়া ১ জন।

জেলার বাইরে বান্দরবানের ২৯ জন এবং সাতকানিয়া উপজেলার দুজন করোনা রোগি শনাক্ত হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...