
তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেছে বিএনপি। প্রায় ১৮ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সারা দেশের মতো কক্সবাজারেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা বাস, মাইক্রোবাস, নিজস্ব গাড়ি ও রেলপথে রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি।
তিনি জানান, এরই মধ্যে পরিবহন সমন্বয়, যাত্রাপথের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের দেশে আগমন বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, আর সে কারণেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পাঠকের মতামত