প্রকাশিত: ২২/০৬/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ এএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার করার অধিকার চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আছে কিনা, এ সংক্রান্ত একটি রুদ্ধদ্বার শুনানির একদিন পর মিয়ানমারের কাছেই এ বিষয়ে অভিমত জানতে চেয়েছেন আদালতের প্রি-ট্রায়াল চেম্বার। ২৭ জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে বা গোপনে এ বিষয়ে অভিমত জানানোর অনুরোধ করেন আদালত। বৃহস্পতিবার (২১ জুন) আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার থেকে মিয়ানমারকে পাঠানো এক অনুরোধপত্রে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বুধবার (২০ জুন) প্রি-ট্রায়াল চেম্বার প্রসিকিউটর ফেতু বেনসুদা এক রুদ্ধদ্বার শুনানিতে মিয়ানমারের মাটিতে সংঘটিত অপরাধের বিচার করার অধিকার আইসিসির আছে বলে তার অভিমত জানান।

মিয়ানমারকে দেওয়া চিঠিতে আইসিসি বলেছেন, ‘প্রসিকিউটর অভিযোগ করেছেন ২০১৭-এর আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার রোহিঙ্গাদের মধ্যে যাদের মিয়ানমারে থাকার অধিকার আছে, তাদের ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।’

এই অপরাধ মিয়ানমারে সংঘটিত হয়েছে এই ধারণার ওপরের ভিত্তি করে কোর্ট প্রসিকিউটরের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের অভিমত জানতে আগ্রহী।

মিয়ানমারের জবাব পাঠানোর পর প্রসিকিউটরকে ১০দিন সময় দেওয়া হবে ওই জবাবের ওপর তার অভিমত জানানোর জন্য।

গত ৯ এপ্রিল বেনসুদা আইসিসির কাছে রোহিঙ্গা বিষয়ে অপরাধ সংঘটিত হয়েছে—এ সংক্রান্ত একটি পিটিশন দায়ের করে মিয়ানমারের বিচার করার কোর্টের এখতিয়ার আছে কিনা, এ বিষয়ে একটি রুলিং চান। এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল একটি প্রি-ট্রায়াল চেম্বার গঠন করা হয়।

প্রি-ট্রায়াল চেম্বার গত ৭ মে বাংলাদেশকে তার অভিমত জানানোর অনুরোধ করলে সরকার গোপনে ১১ জুন তার অভিমত দেয় ।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...