প্রকাশিত: ১২/০৬/২০১৬ ১১:২৩ এএম , আপডেট: ১২/০৬/২০১৬ ১:২৩ পিএম

tisaছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দারুণ অভিনয় দিয়ে ছোট পর্দা থেকে পদার্পণ করেছেন বড় পর্দায়। অভিনয়ের প্রয়োজনে নিজেকে যেকোনও চরিত্রে মেলে ধরেন তিশা।সামনে আসছে ঈদ। আর ঈদকে সামনে রেখে একেবারে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘এক রাইতের স্বোয়ামী’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে দেখা যাবে তিশাকে।টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও উজ্জ্বল চৌধুরী।এ বিষয়ে তিশা বলেন, টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন।

আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...