প্রকাশিত: ২৯/০৮/২০২১ ৪:১৭ পিএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার বালুখালী হতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ও মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার টাকাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার এই অভিযান চালানো হয়।

আটকৃত আসামিরা হলেন
আসমত উল্লাহ (২৯) পিতা- নুর উদ্দিন, সাং-ব্লক-ডি ৯, ক্যাম্প-১৫,মোহাম্মদ রফিক (২৩) পিতা-মোহাম্মদ বাদু প্রঃ ইউসুফ, সাং-ব্ল-ডি ৪, ক্যাম্প-২ ডব্লিউ, মোহাম্মদ কাশিম (৪৩) পিতা-মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং-ব্লক-৫৩, ক্যাম্প-০৮,মিজানুর রহমান (২০), পিতা-শাহ আলম, সাং-জুমেরছড়া, বালুখালী।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন,
র‍্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়ার বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দ্যেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে
ধৃত করে ৪ জনকে আটক করেন।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী এবং তাদের সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে সর্বমোট ৩০হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...